ওয়ার্কার্স পার্টির সাবান এবং মাস্ক বিতরণ

ওয়ার্কার্স পার্টির সাবান এবং মাস্ক বিতরণ

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি বরিশাল জেলার উদ্যোগে  করোনা সচেতনতায় শ্রমজীবী মানুষের মাঝে সাবান ও মাস্ক বিতরণ কর্মসূচি চালানো হয়েছে। নগরীর বিভিন্ন স্থানে প্রায় তিন শতাধিক শ্রমজীবী মানুষের মাঝে সাবান ও মাস্ক বিতরণ করা হয়।

বুধবার সকালে নগরীর নতুন বাজার, জেলখানার মোড়, সদর রোডে ওই কর্মসূচি চালায় ওয়ার্কার্স পার্টি বরিশাল জেলা।

সাবন ও মাস্ক বিতরণ কমৃসূচিতে উপস্থিত ছিলেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি বরিশাল জেলা নেতা বীর মুক্তিযোদ্ধা কমরেড মোজাম্মেল হক ফিরোজ, নগর ওয়ার্কার্স পার্টির নেতা জাহাঙ্গীর চৌধুরী, নজরুল ইসলাম তালুকদার, সাবেক ছাত্র নেতা রফিকুল ইসলাম রফিক প্রমুখ।

উলেখ্য এর আগেও ওয়ার্কার্স পার্টি নগরে মাস্ক, সচেতনতা মূলক লিফলেট এবং রান্না করা খাবার বিতরণ করেছে।