ওয়ার্কাস পার্টির উদ্যোগে রান্না করা খাবার বিতরণ

বাংলাদেশের ওয়ার্কাস পার্টি বরিশাল মহানগরের উদ্যোগে শ্রমজীবী বেকার অনাহারী দরিদ্র মানুষের জন্য রান্না করা খাবার ও মাস্ক বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় নগরীর লঞ্চঘাট, চরকাউয়া খেয়াঘাট, রূপাতলী বাস স্ট্যান্ড, আমতলার মোড়ে প্রায় তিনশত মানুষের মাঝে ওই রান্না করা খাবার বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি বরিশাল জেলা নেতা বীর মুক্তিযোদ্ধা কমরেড মোজাম্মেল হক ফিরোজ, নগর যুগ্ম আহবায়ক কমরেড জাকির হোসেন, সাবেক ছাত্রনেতা শামিল শাহরোখ তমাল, ছাত্র মৈত্রীর কেন্দ্রীয় নেতা মিন্টু দে, নগর সভাপতি ইমরান নিরব, সাবেক ছাত্র নেতা নজরুল ইসলাম তালুকদার, হুমায়ুন কবির, অমল চন্দ্র প্রমুখ।
ওয়ার্কার্স পার্টির এই কার্যক্রম ধারবাহিকভাবে চলমান থাকবে।