কক্ষপথে যায়নি ইরানের স্যাটেলাইট

কক্ষপথে যায়নি ইরানের স্যাটেলাইট

ইরানের গবেষণা স্যাটেলাইট পৃথিবীর কক্ষপথে পৌঁছাতে ব্যর্থ হয়েছে। শুক্রবার রাষ্ট্রীয় টেলিভিশনে একথা জানিয়েছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্র। তিনি জানান, কক্ষপথে পৌঁছানোর জন্য রকেট উপযুক্ত গতি অর্জন করতে পারেনি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে।

পারমাণবিক চুক্তি পুনরুজ্জীবিত করতে অস্ট্রিয়ায় যুক্তরাষ্ট্র ও ইরানে পরোক্ষ আলোচনার মধ্যেই এই স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয়। যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এই উৎক্ষেপণের নিন্দা জানানো হয়েছে।

মুখপাত্র আহমদ হোসেইনি বলেন, কক্ষপথে পৌঁছার জন্য একটি পেলোডের গতি প্রয়োজন প্রতি সেকেন্ডে ৭ হাজার ৬০০ মিটার। আমরা ৭ হাজার ৩৫০ পর্যন্ত পৌঁছাতে পেরেছি।

বৃহস্পতিবার সফলভাবে স্যাটেলাইট উৎক্ষেপণের ঘোষণা দিলেও তা কক্ষপথে পৌঁছাতে পেরেছিল কিনা তা জানাননি মুখপাত্র। তবে তিনি ইঙ্গিত দিয়েছিলেন, কক্ষপথে স্যাটেলাইট পাঠানোর আগে এটি ছিল পরীক্ষামূলক উৎক্ষেপণ।

মধ্যপ্রাচ্যের অন্যতম বৃহত্তম ক্ষেপণাস্ত্র কর্মসূচি রয়েছে ইরানের। এর আগে বেশ কয়েকবার স্যাটেলাইট উৎক্ষেপণের চেষ্টা করলেও কারগরি জটিলতায় সেগুলো ব্যর্থ হয়েছে।