কবিতার মতো ব্যয়বহুল তুমি-

কবিতার মতো ব্যয়বহুল তুমি-
অসংখ্য মিশ্রশব্দের অবকাঠামো- এ গড়া তোমার নিশ্বাস প্রশ্বাস দেহ খানা... লুকোচুরি শব্দের দুলদোলায় বর্নীল দেহভাজে ঢেউজাগে আর নামে.... দেহ রথে বহে যায় আমার আত্মার স্লোগান (তোমার শরীরে বিষকাটা জাগে আমার দেহভাগে শিহরণের খেলা খেলে) তোমার পাঁ চিহ্ন থেকে মগজ ওই থেকে অনুভূতি সম্পূর্ণ শরীরজুড়ে দেখি কি জানি বেজে ওঠে.... অপ্রকাশই বাণী, মগজ থেকে ঘুরপাক খেয়ে কই? যেন পড়ে থাকি বেখেয়ালি... চোখের ভাজে ভাজে বেজে ওঠে চোখ দোলানোর মেলা - বক্র বাকানো চোখ আর ঠোট চোঁখ আর ঠোঁট দূর না দুই আত্মা বিলিন ভাবনা- কবিতার মতো ব্যয়বহুল। বিরাজমান নদীর ঢেউ এ চুমো রাখি আর ভাবি- এই চুমো তোমার শরীরে অস্পর্শনীয় অঙ্গে আঁকিবে অনুভূতি - ছুয়ে যাবে, ছুয়ে যাবে অনুভাব কর- আমি আমি আমি তুমি তুমি তুমি যোগাকার অনুভূতির বিয়োগফল -- ইদ্রের ভাগে ফুল ফোটে কবিতার ছন্দে ঘ্রাণ আসে? আমৃত্যু আপনায় কবিতার মতো ব্যয়বহুল। --------- মিরাজ আহম্মদ