করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে নাসির উদ্দিন ইউসুফ

সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসির উদ্দিন ইউসুফের করোনা টেস্ট পজিটিভ এসেছে। শুক্রবার তিনি রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি হয়েছেন।
নাসির উদ্দিন ইউসুফ শনিবার দুপুরে বলেন, “করোনা পজিটিভ রেজাল্ট এসেছে। আশা করছি দ্রুত সুস্থ হয়ে যেতে পারবো। হাসপাতালে এখন চিকিৎসকদের তত্ত্বাবধানে আছি।”