করোনা নিয়ন্ত্রণে বরিশালে পুলিশের জনসচেতনতামূলক কর্মসূচি

করোনা নিয়ন্ত্রণে বরিশালে পুলিশের জনসচেতনতামূলক কর্মসূচি

কোভিড-১৯ নিয়ন্ত্রণে বরিশালে জনসচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সচেতনতামূলক সভা শেষে পুলিশের পক্ষ থেকে সদররোডে পথচারীদের মাঝে মাস্ক বিতরণ করা হয়।

গতকাল রোববা সকালে নগরের অশ্বিনী কুমার হলের সামনে কর্মসূচির উদ্ধোধন করেন বরিশাল মেট্রোপলিটনের অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অপারেশন এন্ড প্রসিকিউশন) এনামুল হক। এসময় উপস্থিত ছিলেন, বরিশাল মেট্রোপলিটনের উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মো. মোকতার হোসেন, সহকারী পুলিশ কমিশনার (ভিকটিম সাপোর্ট সেন্টার) শারমীন সুলতান রাখি, কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলামসহ পুলিশের উর্ধতন কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।

সচেতনতামূলক সভা শেষে পুলিশের পক্ষ থেকে সদররোডে পথচারীদের মাঝে মাস্ক বিতরণ করা হয় এবং স্বাস্থ্যবিধির শ্লোগান সংবলিত স্টিকার বিভিন্ন ধরণের গাড়িতে লাগিয়ে দেয়া হয়। এদিকে একই সময়ে বরিশাল মেট্রোপলিটনের কোতোয়ালি, এয়ারপোর্ট, বন্দর, কাউনিয়া থানার বিভিন্ন স্থানে জনসচেতনতামূলক কর্মসূচি শুরু করা হয়। জনসাধারণকে স্বাস্থ্য সুরক্ষার সামগ্রী ব্যবহার করার পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে চলতে মাইকে প্রচারনা চালানো হয়। পাশাপাশি মাস্ক বিতরণ করা হয়। এছাড়া জেলার বিভিন্ন উপজেলায়ও একই কর্মসূচি বাস্তবায়ন কার্যক্রম শুরু হয়েছে।