করোনা মোকাবেলায় সরকারের প্রস্তুতি যথেষ্ট নয় - সরোয়ার

করোনা মোকাবেলায় সরকারের প্রস্তুতি যথেষ্ট নয় - সরোয়ার

করোনাভাইরাস মোকাবেলায় সরকারের প্রস্তুতি যথেষ্ট নয় বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার। সোমবার বেলা ১২টায় বরিশাল নগরীর সদর রোডের দলীয় কার্যালয় চত্বর থেকে করোনা সচেতনতামূলক লিফলেট বিতরণ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বরিশালে মহানগর বিএনপি করোনা প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে এই লিফলেট বিতরণ করে।

এ সময় সরোয়ার আরও বলেন, সরকারের করোনা পরীক্ষার মেশিনগুলো বিভিন্নস্থানে অচল। দেশের বিভিন্ন স্থান থেকে, প্রবাস থেকে যারা ফিরে আসছেন; তাদের পরীক্ষা-নিরীক্ষাও ঠিকভাবে হচ্ছেনা। এ ব্যাপারে দ্রুত যথাযথ পদক্ষেপ নেওয়ার আহবান জানান তিনি। 

এ সময় মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জিয়াউদ্দিন সিকদার জিয়া ও সহসাধারণ সম্পাদক আনোয়ারুল হক তারিনসহ অন্যরা উপস্থিত ছিলেন।