করোনা রোগী সুস্থ এত কম কেন, জানালো স্বাস্থ্য অধিদপ্তর

করোনা রোগী সুস্থ এত কম কেন, জানালো স্বাস্থ্য অধিদপ্তর

দেশে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন তিন হাজার ৭৭২ জন। এর মধ্যে মারা গেছেন ১২০ জন। সুস্থ হয়েছেন ৯২ জন। অর্থাৎ সুস্থ হওয়ার চেয়ে মৃত্যুর হার বেশি। ফলে অনেকের প্রশ্ন, সুস্থ এত কম কেন?

বুধবার  (২২ এপ্রিল) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এর জবাব দিয়েছেন অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

অনেকে প্রশ্ন করেন, সুস্থ এত কম কেন– নিজেই এই প্রশ্ন তুলে নাসিমা সুলতানা বলেন, ‘আসলে এই কোভিড-১৯ আক্রান্ত যারা হচ্ছেন, তাদের সুস্থ হতে দীর্ঘ সময় লেগে যায়। অনেক সময় উপসর্গ ও লক্ষণ নিয়ে তারা ১৪ থেকে ১৫ দিন থাকেন। তারপর তাদের এই লক্ষণ বা উপসর্গ কমতে শুরু করে। প্রায় মাসখানেক সময় লেগে যায় সম্পূর্ণ সুস্থ হতে। একজন ব্যক্তিকে আমরা তখনই সম্পূর্ণ সুস্থ বলব, যখন পর পর দুটি পরীক্ষায় করোনা নেগেটিভ আসবে।’

দেশে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরও ১০ জন মারা গেছেন। এ নিয়ে ভাইরাসটিতে ১২০ জনের মৃত্যুহয়েছে। আক্রান্ত হিসেবে নতুন করে শনাক্ত হয়েছেন আরও ৩৯০ জন। ফলে করোনাভাইরাসে মোট আক্রান্ত হয়েছেন তিন হাজার ৭৭২ জন। এছাড়া সুস্থ হয়েছেন আরও পাঁচজন, ফলে সব মিলিয়ে সুস্থ হয়েছেন ৯২ জন।