করোনা রোগীর জরুরী সেবায় বিনামূল্যে অক্সিজেন বরিশাল পুলিশের

করোনা রোগীর জরুরী সেবায় বিনামূল্যে অক্সিজেন বরিশাল পুলিশের

বরিশালে করোনা রোগীর জরুরী সেবায় বিনা মূল্যে অক্সিজেন সেবা কার্যক্রম শুরু করেছে মেট্রোপলিটন পুলিশ। 

গতকাল বৃহস্পতিবার (১৫ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় নগরীর পুলিশ লাইনস্ এ এই কার্যক্রমের উদ্বোধন করেন মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান।

এ সময় তিনি বলেন, সাম্প্রতিক সময়ে করোনা সংক্রামনের হার বেড়েছে। একজন মুমূর্ষ করোনা রোগীর সবচেয়ে বেশী প্রয়োজন হয় অক্সিজেনের। কিন্তু হঠাৎ করে অক্সিজেন পাওয়া যায় না। এ অবস্থায় মুমূর্ষু রোগীকে হাসপাতালে নেয়ার আগ পর্যন্ত অক্সিজেনের প্রাথমিক সুবিধা দিতে এই কার্যক্রম শুরু করা হয়েছে।

যে কোন সময় যে কোন ব্যক্তি রোগীর জন্য কন্ট্রোল রুমে অথবা পুলিশ লাইনস্ এ গিয়ে অক্সিজেনের জন্য আবেদন করে এই অক্সিজেন সুবিধা নিতে পারবেন। প্রাথমিকভাবে ২২ টি সিলিন্ডার দিয়ে এই কার্যক্রম শুরু হয়েছে। নিজস্ব ব্যবস্থাপনায় বিনামূল্যে রোগীর বাড়িতে এই অক্সিজেন সিলিন্ডার পৌঁছে দিয়ে নিজস্ব টেকনিশিয়ান দিয়ে মূমূর্ষ রোগীকে সেবা দেবে বলে জানিয়েছেন পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান।

উদ্বোধনকালে অতিরিক্ত পুলিশ কমিশনার প্রলয় চিসিম সহ উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।