করোনা শনাক্ত সংখ্যা নেমে ৪ হাজারের নিচে

গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত নতুন রোগীর সংখ্যা কমে চার হাজারের নিচে নেমে এসেছে। সেই সঙ্গে কমেছে আগের ২৪ ঘণ্টার তুলনায় নতুন রোগী ও মৃত্যু।
স্বাস্থ্য অধিদফতর জানাচ্ছে, গত ২৪ ঘণ্টায় (১৫ ফেব্রুয়ারি সকাল ৮টা থেকে ১৬ ফেব্রুয়ারি সকাল ৮টা) করোনা আক্রান্ত নতুন করে শনাক্ত হয়েছেন তিন হাজার ৯২৯ জন আর মারা গেছেন ১৫ জন। গতকাল (১৫ ফেব্রুয়ারি) অধিদফতর চার হাজার ৭৪৬ জন নতুন রোগী আর ৩৪ জনের মৃত্যুর কথা জানিয়েছিল।
গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত শনাক্তের হার নেমে এসেছে ১৩ শতাংশের নিচে; ১২ দশমিক ২০ শতাংশ।
অধিদফতর জানাচ্ছে, নতুন করে শনাক্ত হওয়া তিন হাজার ৯২৯ জনকে নিয়ে দেশে এখন পর্যন্ত করোনা আক্রান্ত মোট শনাক্ত হলেন ১৯ লাখ ২৩ হাজার ৩১ জন। আর ১৫ জনকে নিয়ে এখন পর্যন্ত মোট মারা গেলেন ২৮ হাজার ৮৮৭ জন।
করোনা আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ১২ হাজার ৭৫৭ জন। তাদের নিয়ে এখন পর্যন্ত মোট সুস্থ হয়ে উঠলেন ১৭ লাখ ১৬ হাজার ৬৬ জন।
গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা সংগৃহীত হয়েছে ৩১ হাজার ৮৭৭টি আর পরীক্ষা হয়েছে ৩২ হাজার ২০৭টি।
দেশে এখন পর্যন্ত করোনার মোট নমুনা পরীক্ষা হয়েছে এক কোটি ৩০ লাখ ৯৬ হাজার ৪৫২টি। এরমধ্যে সরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ৮৮ লাখ ১০ হাজার ২৮১টি আর বেসরকারি ব্যবস্থাপনায় ৪২ লাখ ৮৬ হাজার ১৭১টি।
দেশে এখন পর্যন্ত করোনা রোগী শনাক্তের হার ১৪ দশমিক ৬৮ শতাংশ। আর শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৯ দশমিক ২৪ শতাংশ আর মৃত্যুর হার এক দশমিক ৫০ শতাংশ।
যে ১৫ জন গত ২৪ ঘণ্টায় মারা গেছেন তাদের মধ্যে পুরুষ ১০ জন আর নারী পাঁচ জন।
তাদের নিয়ে দেশে করোনা আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মোট পুরুষ মারা গেলেন ১৮ হাজার ৪৪৫ জন আর নারী ১০ হাজার ৪৪২ জন।
বয়স বিবেচনায় তাদের মধ্যে চার জন করে আছেন ৪১ থেকে ৫০ বছরের, ৬১ থেকে ৭০ বছরের আর ৭১ থেকে ৮০ বছরের। আর ১১ থেকে ২০ বছরের, ২১ থেকে ৩০ বছরের এবং ৮১ থেকে ৯০ বছরের আছেন একজন করে।
মারা যাওয়া ১৫ জনের মধ্যে ঢাকা বিভাগের আছেন পাঁচ জন আর চট্টগ্রাম বিভাগের আছেন চার জন। বাকিদের মধ্যে খুলনা বিভাগের দুই জন আর রাজশাহী, বরিশাল সিলেট ও রংপুর বিভাগের আছেন একজন করে।
স্বাস্থ্য অধিদফতর জানাচ্ছে, ১৫ জনের মধ্যে সরকারি হাসপাতালে মারা গেছেন ১৩ জন আর বেসরকারি হাসপাতালে দুই জন।
RSBT