করোনা শনাক্তে রেকর্ড যুক্তরাষ্ট্রে

যুক্তরাষ্ট্রে স্থানীয় সময় শুক্রবার একদিনে ২ লাখ ২৭ হাজার ৮৮৫ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। করোনা মহামারী শুরুর পর যুক্তরাষ্ট্রে এ শনাক্তের সংখ্যা রেকর্ড গড়েছে। একই সময়ে দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ২ হাজারের বেশি মানুষ। খবর সিএনএনের।
চলতি ডিসেম্বর মাসের প্রথম ৫ দিনে দেশটিতে ১০ লাখের বেশি মানুষের করোনা শনাক্ত হয়েছে।
কভিড ট্র্যাকিং প্রজেক্টের তথ্য মতে, গত চার দিনে যুক্তরাষ্ট্রে ১ লাখের বেশি কভিড-১৯ রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
ওয়ার্ল্ডোমিটারের তথ্য মতে, যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্ত হয়েছেন মোট ১ কোটি ৪৯ লাখের বেশি মানুষ। এর মধ্যে ৮৭ লাখ ৮৭ হাজার ৭৩৮ জন সুস্থ হয়ে উঠেছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত দেশটিতে করোনায় মৃতের সংখ্যা ২ লাখ ৮৭ হাজার ছাড়িয়েছে।