করোনা সংক্রমণে জরুরি বৈঠক ডাকলেন মোদি

ভারতেও উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে করোনা সংক্রমণ। সোমবার গত ৮৫ দিনের মধ্যে সর্বোচ্চ সংখ্যায় করোনা রোগী শনাক্ত করা হয়। একদিনে প্রায় ১০ হাজার থেকে এক লাফে ২৬ হাজারেরও বেশি করোনা রোগী শনাক্ত হয় দেশটিতে। এ পরিস্থিতিতে সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভার্চ্যুয়াল বৈঠক ডেকেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
ভারতের বেশ কয়েকটি সংবাদমাধ্যম সোমবার রাতে সরকারি সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানায়।
সর্বশেষ করোনার টিকা কর্মসূচি শুরুর আগে জানুয়ারিতে মোদি মুখ্যমন্ত্রীদের সঙ্গে এ বৈঠক করেছিলেন। এর আগে করোনা মহামারী শুরুর পর নিয়মিত তিনি এ বৈঠক করতেন।
ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানায়, মহারাষ্ট্র, পাঞ্জাব, কর্নাটক, গুজরাট, তামিলনাড়ুতে করোনার সংক্রমণ সবচেয়ে বেশি। কোথাও কোথাও নতুন করে লকডাউন আরোপ করা হয়েছে।
দেশটিতে এ পর্যন্ত করোনা আক্রান্তের শনাক্ত সংখ্যা এক কোটি ১৩ লাখ ছাড়িয়ে গেছে। আর গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ১১৮ জন।