করোনা: ত্রিশগোডাউন ও বঙ্গবন্ধু উদ্যানে প্রবেশে পুলিশের নিষেধাজ্ঞা

করোনা: ত্রিশগোডাউন ও বঙ্গবন্ধু উদ্যানে প্রবেশে পুলিশের নিষেধাজ্ঞা
“ গতকাল দৈনিক বরিশাল ভোরের আলোতে ‘বরিশালে বিনোদন কেন্দ্রে ভীড়, বিদেশ ফেরতদের নিয়ে উদ্বিগ্ন প্রশাসন’ শিরোনামে খবর প্রকাশের পর নগরের বিবির পুকুর এলাকা, বঙ্গবন্ধু উদ্যান, ত্রিশগোডাউন এলাকা, মুক্তিযোদ্ধা পার্কে, শিশু পার্কে করোনা ভাইরাস এর সচেতনাতার জন্য মানুষের ভীড় জমাতে নিষেধাজ্ঞা। ছবিতে ত্রিশগোডাউন এলাকায় পুলিশের তৎপরতা।

করোনা সচেতনাতায় বরিশালের বিনোদন কেন্দ্র ত্রিশগোডাউন ও বঙ্গবন্ধু উদ্যানে প্রবেশে নিষেধাজ্ঞা ।

শুক্রবার বিকেল ৩টার পর থেকেই ওই দুটি বিনোদন কেন্দ্রে দেখা যায় পুলিশের তৎপরাতা।

চীনের উহানে আক্রান্ত করোনার প্রভাব সারা দুনিয়ায়। বাংলাদেশেও এর আঁচ লাগতে শুরু করেছে। বাংলাদেশ সরকার ইতিমধ্যে নাগরিকেদের সতর্ক থাকতে নির্দেশ দিয়েছে। ইতিমধ্যে তার প্রভাব বরিশালেও দেখা যাচ্ছে।

এদিকে, দেশে করোনাভাইরাসে নতুন করে আরও ৩ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০ জনে।

শুক্রবার (২০ মার্চ) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা করোনাভাইরাস সম্পর্কিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। অধিদফতরের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।