করোনাভাইরাস ছড়িয়েছে মার্কিন সেনাবাহিনীঃ চীন

করোনাভাইরাস ছড়িয়েছে মার্কিন সেনাবাহিনীঃ চীন

চীনে করোনাভাইরাস ছড়িয়েছে মার্কিন সেনাবাহিনী। এমন দাবি করেছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা। তবে এই চাঞ্চল্যকর দাবির স্বপক্ষে তেমন কোনও প্রমাণ পেশ করা হয়নি।

বৃহস্পতিবার গভীর রাতে ট্যুইট করে এমনই সম্ভাবনার কথা প্রকাশ করেছেন চীন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিজিয়ান।

প্রাণঘাতী করোনাভাইরাস চীনে ছড়িয়ে পড়ার পেছনে আমেরিকার হাত রয়েছে বলে এর আগে সে দেশের সামাজিক যোগাযোগ মাধ্যমে জল্পনা শুরু হয়। এতদিন এই বিষয়ে সরকারিভাবে কোনও অভিযোগ করা না হলেও এবার সম্ভাবনার কথা বলে মার্কিন সেনাবাহিনীর দিকে আঙুল তুললেন চীন সরকারের এই কর্মকর্তা।

 

টুইটবার্তায় তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র নিজেদের করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের নিয়ে স্বচ্ছতা দেখাতে ব্যর্থ হয়েছে। তারা এই সংক্রান্ত তথ্য গোপন করছে।

তিনি বলেন, যুক্তরাষ্ট্রে জিরো পেশেন্ট কে? কতজন আক্রান্ত এবং কোন কোন হাসপাতালে চিকিৎসা হচ্ছে? সেই হাসপাতালগুলোর নাম কী? এসব বিষয় গোপন করছে যুক্তরাষ্ট্র।

তিনি যুক্তরাষ্ট্রকে এসব তথ্য প্রকাশের আহ্বান জানান। 

সূত্র: দ্য স্ট্রেইটটাইমস