করোনামুক্ত হলেন লতা মঙ্গেশকর

বিগত তিন সপ্তাহ কার্যত বিনিদ্র রজনী কাটিয়েছে লতা মঙ্গেশকরের পরিবার। একই সঙ্গে দুশ্চিন্তায় ছিলেন তার অনুরাগীরাও। অবশেষে এই সুর সম্রাজ্ঞী সম্পর্কে পাওয়া গেল কিছুটা স্বস্তির খবর। কোভিডমুক্ত হয়েছেন লতা মঙ্গেশকর। শুধু তাই নয়, নিউমোনিয়াকেও হারিয়ে দিলেন ৯২ বছরের গায়িকা।
রবিবার (৩০ জানুয়ারী) লতা মঙ্গেশকরের শারীরিক অবস্থা নিয়ে কথা বলেন মুম্বাই মহারাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী রাজেশ তোপে। লতা মঙ্গেশকরের তত্ত্বাবধানে রয়েছেন চিকিৎসক প্রতীত সমধানী। তার প্রসঙ্গ টেনে এনেই রাজেশ বলেন, আমার প্রতীতের সঙ্গে কথা হয়েছে। উনি সুস্থ হচ্ছেন। ভেন্টিলেটরের সহায়তাও প্রয়োজন হচ্ছে না আর। শুধুমাত্র অক্সিজেন দেওয়া হচ্ছে থাকে। রয়েছেন সজ্ঞানে। চিকিৎসকদের সঙ্গে কথাও বলেছেন তিনি। যদিও দুর্বলতা রয়েছে তার।
এর আগে, গত ১১ জানুয়ারি লতা মঙ্গেশকর হাসপাতালে ভর্তি হওয়ার খবর প্রকাশ্যে আসে। শোনা যায় তিনি কোভিডে আক্রান্ত। রয়েছে নিউমোনিয়াও। এরপরই চিন্তায় পড়ে যান ভক্তমহল। তাকে নিয়ে রটে নানা ভুয়া খবরও। এরপরেই লতা মঙ্গেশকরের পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয় তাকে নিয়ে কোনও মিথ্যা সংবাদ যাতে পরিবেশিত না হয়।