করোনায় আক্রান্ত আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক নাদেল

করোনায় আক্রান্ত আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক নাদেল

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৗধুরী নাদেল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। শুক্রবার সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব থেকে তার করোনা পরীক্ষাল ফলাফল পজিটিভ আসে।

শুক্রবার বিকেলে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডা. হিমাংশু লাল রায় এ তথ্য নিশ্চিত করেন। 

সিলেট আওয়ামী লীগের সূত্র জানায়, শফিউল আলম নাদেল সিলেটে তার নিজ বাসায় আছেন। তিনি সুস্থ আছেন। করোনার বড় ধরনের কোনো লক্ষণ তার মধ্যে নেই। 

দলীয় সূত্র জানায়, করোনা দুর্যোগের সময় প্রতিদিনই ত্রাণ বিতরণ করেছেন শফিউল আলম নাদেল। সিলেট আর তার কাঙ্ক্ষিত সংসদীয় আসন মৗলভীবাজারের কুলাউড়ায় তিনি তাণ বিতরণে ব্যস্ত সময় পার করেছেন।

দলীয় সূত্র জানায়, বৃহস্পতিবার তার নমুনা সংগ্রহ করা হয়।