করোনায় আক্রান্ত আতহার আলী খান

করোনায় আক্রান্ত আতহার আলী খান

সাউথ আফ্রিকায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বাংলাদেশের সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকার আতহার আলী খান। বিষয়টি মুঠোফোনে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন আতহার আলী খান নিজেই।

তিনি বলেন, কোভিড পজিটিভ হলেও আমার শারীরিক কোনো সমস্যা নেই। আমি ভালো আছি। কাল–পরশুর মধ্যে আবার কোভিড টেস্ট হওয়ার কথা। নেগেটিভ হলেই আমি আবার ধারাভাষ্যে যোগ দেব।

সেঞ্চুরিয়নে ওয়ানডে সিরিজ জয়ের পর টেস্টের আগে বেশ কয়েক দিনের বিরতি ছিল। সময়কাটাতে আতহার গিয়েছিলেন কেপটাউনে ঘুরতে। পরশু সেখান থেকেই ডারবানের বিমানে ওঠার আগে করোনা পরীক্ষায় পজিটিভ হয়েছেন তিনি। বিমানবন্দরের পথ থেকে তাই তাকে ফিরে যেতে হয় হোটেলে।