করোনায় আক্রান্ত চার সচিব

টিকা নিয়েও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. আবদুল মান্নান। এ ছাড়া পরিকল্পনা কমিশনের দুই সচিব ও তথ্য ও সম্প্রচার সচিব খাজা মিয়াসহ মোট চার সচিব করোনায় আক্রান্ত হয়েছেন। মঙ্গলবার তার কোভিড পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে।
এ বিষয়ে যোগাযোগ করা হলে আবদুল মান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তিনি ভালো আছেন এবং চিকিৎসকদের পরামর্শ নিচ্ছেন। তার উপসর্গ থাকলেও শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে এবং চিকিৎসকের পরামর্শে তিনি বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছেন।
আবদুল মান্নানের ছোট ছেলে কয়েকদিন আগে করোনায় আক্রান্ত হয়েছিলেন। ধারণা করা হচ্ছে সেখান থেকে তিনি করোনায় সংক্রমিত হন। উল্লেখ্য, আবদুল মান্নান করোনার প্রথম ডোজ ভ্যাকসিন নিয়েছিলেন।
এদিকে পরিকল্পনা কমিশনের দুই সদস্য (সচিব) করোনায় ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তারা হলেন- একুশে পদকপ্রাপ্ত অর্থনীতিবিদ ও পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের সদস্য (সিনিয়র সচিব) ড. শামসুল আলম ও ভৌত অবকাঠামো বিভাগের সদস্য (সচিব) মো. মামুন-আল-রশীদ।
বৃহস্পতিবার পরিকল্পনা কমিশন থেকে এ তথ্য জানা গেছে। বর্তমানে ড. শামসুল আলম হাসপাতালে ও মামুন-আল-রশীদ বাসায় থেকে চিকিৎসকের পরামর্শে চিকিৎসা নিচ্ছেন।
পরিকল্পনা কমিশনের ভৌত অবকাঠামো বিভাগের সদস্য (সচিব) মামুন-আল-রশীদের একান্ত সচিব (সিনিয়র সহকারী প্রধান) মোহাম্মদ বারিউল করিম খান গণমাধ্যমকে বলেন, ‘স্যার (মামুন-আল-রশীদ) করোনায় আক্রান্ত হয়েছেন। জ্বর ও মাথাব্যথা আছে। ২৮ মার্চ করোনা পজিটিভ আসে। প্রথমে হাসপাতালে গিয়েছিলেন। স্যারের অক্সিজেনের সেচুরেশন এখন পর্যন্ত ভালো। গায়ে জ্বর আছে। তিনি চিকিৎসকের তত্ত্বাবধানে বাসা থেকেই চিকিৎসা নিচ্ছেন। চিকিৎসক বললে স্যারকে আবারও হাসপাতালে নেওয়া হবে। ’
অন্যদিকে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন তথ্য ও সম্প্রচার সচিব খাজা মিয়া। বুধবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন তথ্য সচিবের একান্ত সচিব মোহাম্মদ এনামুল আহসান।
তিনি জানান, সচিব স্যার করোনায় আক্রান্ত হয়েছেন। তিনি বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেলে চিকিৎসাধীন।