করোনায় আক্রান্ত সাবেক মন্ত্রী খন্দকার মোশাররফ

করোনায় আক্রান্ত সাবেক মন্ত্রী খন্দকার মোশাররফ

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন। তিনি বর্তমানে ঢাকায় নিজ বাসায় আইসোলেশনে রয়েছেন।

শুক্রবার খন্দকার মোশাররফ হোসেন নিজেই গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, তিন-চার দিন আগে পরীক্ষা করিয়েছি। বৃহস্পতিবার রিপোর্ট পজিটিভ এসেছে। তবে আমার তেমন কোনো উপসর্গ ছিল না। জ্বর-কাশি বা অন্য কোনো উপসর্গও নেই এখনো। আসলে পরীক্ষা না করালে বুঝতেই পারতাম না যে আমিও করোনায় সংক্রমিত হয়েছি। বর্তমানে বাসায় আছি। আমার জন্য দোয়া করবেন।

খন্দকার মোশারফ হোসেন একাদশ জাতীয় সংসদে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির দায়িত্ব পালন করছেন। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ হোসেন পুতুলের শ্বশুর।