করোনায় আক্রান্ত হুইপ আতিক

করোনায় আক্রান্ত হুইপ আতিক

শেরপুর সদর আসন-১ (সদর) আসনের এমপি, জাতীয় সংসদের হুইপ ও জেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক করোনায় আক্রান্ত হয়েছেন।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে তার করোনা পরীক্ষার পজেটিভ রিপোর্ট আসে বলে নিশ্চিত করেছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট চন্দন কুমার পাল।

হুইপ আতিক ও তার পরিবার সবার কাছে রোগমুক্তির জন্য দোয়া চেয়েছেন বলে জানান তিনি।  
একটি সূত্র জানায়, গত মঙ্গলবার তিনি শেরপুর থেকে ঢাকা যাওয়ার পর জ্বর অনুভব করেন। বুধবার সংসদ ভবনের করোনা ল্যাবে নমুনা দিলে শুক্রবার রেজাল্ট পজেটিভ আসে। জ্বর ও সামান্য গলা ব্যথা ছাড়া তিনি সুস্থ আছেন। বর্তমানে তিনি ন্যাম ভবনের সরকারি বাসায় আইসোলেশনে আছেন।  

শনিবার হুইপ আতিক ঢাকার আনোয়ার খান মডার্ন হাসপাতালে ভর্তি হবেন বলে জানা গেছে।  


ভোরের আলো/ভিঅ/২৬/২০২০