করোনায় একদিনে ১৪ জনের মৃত্যু, শনাক্ত ১৫৩৩

করোনায় একদিনে ১৪ জনের মৃত্যু, শনাক্ত ১৫৩৩

করোনায় আক্রান্ত হয়ে দেশে চব্বিশ ঘণ্টায় আরও ১৪ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে ১৪ হাজার ১১৯টি নমুনা পরীক্ষা করে সংক্রমণ ধরা পড়েছে ১ হাজার ৫৮৬ জনের শরীরে।

দেশে গত মার্চের শুরুর দিকে কভিড-১৯ এর সংক্রমণ শনাক্ত হওয়ার পর শুক্রবার পর্যন্ত মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৫ হাজার ৭৬১ জনে।

আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ লাখ ৯৬ হাজার ৪১৩ জন। এর মধ্যে ১ হাজার  ৫৩৩ জনসহ সুস্থ হয়েছেন মোট ৩ লাখ ১২ হাজার ৬৫ জন।

দেশের সবশেষ করোনা পরিস্থিতি নিয়ে শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

দেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গত ৮ মার্চ। এর ১০ দিনের মাথায় ১৮ মার্চ প্রথম মৃত্যুর খবর আসে।