করোনায় এখনও ক্ষতির মুখে বিশ্বের ৪০ কোটি শিক্ষার্থী

করোনায় এখনও ক্ষতির মুখে বিশ্বের ৪০ কোটি শিক্ষার্থী

জাতিসংঘের শিশু বিষয়ক তহবিল ইউনিসেফ বলছে, করোনা মহামারির কারণে বিশ্বের ২৩টি দেশে স্কুল এখনও আংশিক ও পুরোপুরি বন্ধ রাখা হয়েছে। এতে ৪০ কোটি ৫০ লাখ শিক্ষার্থী ক্ষতির মুখে পড়েছে।

বুধবার বিবিসি এ খবর জানায়।

সংস্থাটি বলছে, আনুমানিক ১৪ কোটি ৭০ লাখ শিশু বছরের মোট ক্লাসের অর্ধেকেই উপস্থিত হতে পারেনি।

অনেক শিশু শিক্ষার্থী, বিশেষ করে মেয়েরা, বিদ্যালয় খোলার পরও আর ফেরেনি।

ইউনিসেফের নির্বাহী পরিচালক ক্যাথরিন রাসেল বলেন, শিশুরা মহামারির গুপ্ত আঘাতের শিকার।

ব্রিটিশ সংবাদ মাধ্যমটি লিখেছে, করোনা মহামারির কারণে শিশুদের প্রাণহানির ঘটনা কম থাকলেও বিদ্যালয় বন্ধের কারণে তাদের জীবন পাল্টে গেছে।

২০২০ সালের মার্চে বিশ্বের ১৫০টি দেশের শিক্ষা প্রতিষ্ঠান পুরোপুরি বন্ধ রাখা হয়েছিল; আরও ১০টি দেশে আংশিক বন্ধ রাখা হয়।

দুই বছর পর এখনও ১৯টি দেশে স্কুল আংশিক বন্ধ রয়েছে। এ ছাড়া আরও চারটি দেশ- ফিলিপাইন, হন্ডুরাস, সলোমন দ্বীপ ও ভ্যানুয়াতুর ৭০ শতাংশ স্কুল বন্ধ রাখা হয়েছে।

কোনো দেশের ৭০ শতাংশ স্কুল বন্ধ থাকলে ইউনিসেফ এটাকে পূর্ণ বন্ধ বলে বিবেচনা করে।