করোনায় মৃত্যু বেড়ে ২৮৩, আক্রান্ত ১৮৮৬৩

দেশে চব্বিশ ঘণ্টায় আরও ১,০৪১ জনের মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ায় মোট আক্রান্ত ১৮ হাজার ছাড়িয়েছে। বেড়েছে মৃত্যুও।
বৃহস্পতিবার সকাল আটটা পর্যন্ত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১৪ জনের। তাতে মোট মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ২৮৩ জন। আর হাজার ছাড়ানো নতুন আক্রান্ত নিয়ে মোট আক্রান্ত দাঁড়িয়েছে ১৮,৮৬৩ জন।
করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে বৃহস্পতিবার দুপুরে এসব হালনাগাদ তথ্য তুলে ধরেন অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা।
তিনি জানান, মৃত্যু বরণ করা নতুন চৌদ্দজনের মধ্যে পুরুষ ১১ জন; নারী তিনজন। এর মধ্যে ঢাকার ৯ জন; চট্টগ্রামের পাঁচজন। বয়সের দিক থেকে ৭১-৮০ বছরের মধ্যে দুজন, ৫১-৬০ বছরের মধ্যে পাঁচজন, ৪১-৫০ বছরের মধ্যে পাঁচজন, ৩১-৪০ বছরের মধ্যে একজন এবং ২১-৩০ বছরের মধ্যে একজন।
দেশে ৪১টি ল্যাবে একদিনে নমুনা সংগ্রহ করা হয়েছে ৭,৮৩৭টি; পরীক্ষা করা হয়েছে ৭,৩৯৩টি। চব্বিশ ঘণ্টায় কতজন সুস্থ হয়েছে তা ব্রিফিংয়ে জানাননি ডা. নাসিমা।
চব্বিশ ঘণ্টায় আইসোলেশনে আনা হয়েছে ২০১ জনকে; ছাড় পেয়েছেন ৬৩ জন। বর্তমানে আইসোলেশনে আছেন মোট ২,৫৭০ জন। এ পর্যন্ত ছাড় পেয়েছেন ১,৩৯৮ জন।
একদিনে কোয়ারেন্টাইনে আনা হয়েছে ৩ হাজার ৩১ জনকে। ছাড় পেয়েছেন ২ হাজার ২৯৮ জন। বর্তমানে কোয়ারেন্টানে আছেন ৪৬ হাজার ১৪ জন।
বাংলাদেশে গত ৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত প্রথম রোগীর খোঁজ মেলে; এর দশ দিনের মাথায় ঘটে প্রথম মৃত্যু।