কর্মহীনদের জন্য টিফিনের টাকা দান করেছে বরিশালর জিলা স্কুল ছাত্র

কর্মহীনদের জন্য টিফিনের টাকা দান করেছে বরিশালর জিলা স্কুল  ছাত্র


করোনার বর্তমান পরিস্থিতিতে কর্মহীন মানুষের জন্য নিজের টিফিনের জমানো টাকা দান করলো বরিশালর জিলা স্কুলে ৬ষ্ঠ শ্রেণির ছাত্র নবনীল নন্দি  রোববার দুপুর সাড়ে ১২টায় বরিশাল জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে মায়ের সাথে উপস্থিত হয়ে জমানো অর্থসহ মাটির ব্যাংক জেলা প্রশাসকের হাতে তুলে দেয় নন্দি। পরে সেখানেই ব্যাংকটি ভাঙা হয়। ব্যাংকে ১ হাজার ৯৪৭ টাকা পাওয়া যায়।

নন্দি জানায়,  গণমাধ্যমে করোনার বর্তমান পরিস্থিতিতে দিনমজুর শ্রেণির মানুষদের দুঃখ দুর্দশা দেখেন তিনি এবং  তাদের জন্য কিছু করার ইচ্ছা জাগে তার। সেজন্য তিনি তার জমানো টিফিনের টাকা অসহায় মানুষদের সহায়তায় কাজে লাগাতে চান। বিষয়টি তার মাকে জানান। পরে মা তাকে নিয়ে জেলা প্রশাসকের কাছে আসেন।

শিশুটির মা শিউলি দাস জানান, স্কুলে যাতায়ত ও টিফিন বাবদ ১০০ টাকা দৈনিক দেয়া হতো। সেখান থেকে বেশ কয়েক মাসের জমানো টাকা জেলা প্রশাসকের ত্রাণ তহবিলে দান করে নবনীল।  নবনীলের মা শিউলি দাস বরিশাল সদর উপজেলার রায়পাশা করাপুর ইউনিয়নের স্বাস্থ্য সহকারি হিসেবে কর্মরত। তার বাবা আশীষ কুমার নন্দি ঢাকায় একটি প্রাইভেট ফার্মে চাকুরী করেন।