কলাপাড়ায় এক কৃষক ২ দিন ধরে নিখোঁজ

কলাপাড়ায় এক কৃষক ২ দিন ধরে নিখোঁজ

বাড়ি থেকে কলাপাড়া উপজেলা সদরে  যাওয়ার কথা বলে দুই দিন ধরে নিখোঁজ রয়েছে কৃষক জাহাঙ্গীর হাওলাদার (৪৮)। উপজেলার চাকামইয়া ইউনিয়নের ইসলামপুর গ্রামের বাসীন্দা জাহাঙ্গীর হাওলাদার বৃহস্পতিবার সকাল নয়টায় কলাপাড়া পল্লী বিদ্যুত অফিসে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়। এরপর থেকে তিনি নিখোঁজ রয়েছে।

 এ ঘটনায় জাহাঙ্গীর হাওলাদারের ছেলে নাজমুল হাওলাদার কলাপাড়া থানায় একটি জিডি করেছেন। নাজমুল জিডিতে উল্লেখ করেছেন বাড়ি থেকে পল্লী বিদ্যুত সমিতির অফিসে যাওয়ার কথা বলে বের হয়েছেন তার বাবা। কিন্তু তিনি ওই অফিসেও যায়নি। বাড়িতেও ফিরে আসেনি। এ নিয়ে পরিবারে চরম অজানা আতঙ্ক বিরাজ করছে। কলাপাড়া থানার ওসি খোন্দকার মোস্তাফিজুর রহমান জানান, পুলিশি তদন্ত চলছে।