কলাপাড়ায় তিন ভুয়া পরীক্ষার্থীকে সাজা

কলাপাড়ায় তিন ভুয়া পরীক্ষার্থীকে সাজা

পটুয়াখালীর কলাপাড়ায় অন্যের হয়ে প্রক্সি পরীক্ষা দেয়ার অপরাধে  তিন ভুয়া পরীক্ষার্থীকে সাজা দিয়েছেন ভ্রাম্যমাণ  আদালত। 

এরা হচ্ছে ফাহিমা (১৯), মো. অলিউল্লাহ (৩২) ও মো. ফারুক (২৩)। এদের প্রত্যেককে ভ্রাম্যমাণ আদালত এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন।

শুক্রবার ১০টায় কুয়াকাটা বঙ্গবন্ধু মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে কলাপাড়ার সহকারী কমিশনার (ভূমি) অনুপ দাশের নেতৃত্বে গঠিত ভ্রাম্যমাণ  আদালত এ দণ্ডাদেশ প্রদান করেন। 

 

কলাপাড়ার সহকারী কমিশনার (ভূমি) অনুপ দাশ জানান, পরীক্ষার কেন্দ্র প্রধান এ বিষয়টি জানায়। এরপর ঘটনাস্থলে গিয়ে ভুয়া পরীক্ষার্থীদের হাতে নাতে আটক করে প্রত্যেককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।