কলাপাড়ায় পঁচা মাংস বিক্রি অভিযোগে ১০ হাজার টাকা জরিমানা

পটুয়াখালীর কলাপাড়ায় পুলিশসহ সাধারণ মানুষের কাছে গরুর পঁচা মাংস বিক্রি করার অভিযোগে বিক্রেতা বেল্লাল মুন্সীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
মঙ্গলবার দুপুরে কলাপাড়া পৌর শহরের নাচনাপাড়া চৌরাস্তায় এ অভিযান চালানো হয়। এ সময় ফ্রিজে থাকা প্রায় ৪০ কেজি পঁচা মাংস জব্দ করে জনসমক্ষে ধ্বংস করে দেয়া হয়।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. আবু বক্কর সিদ্দিকী বলেন, পুলিশ সদস্যসহ স্থানীয়দের কাছে পঁচা মাংস বিক্রি করছে এমন অভিযোগের প্রেক্ষিতে বেল্লাল মুন্সীর ফ্রিজ থেকে বিপুল পরিমান পঁচা মাংস জব্দ করা হয়। জব্দকৃত মাংস ধ্বংস করে দেয়া হয়েছে এবং বিক্রেতাকে দশ হাজার টাকা জরিমানা করা হয়।
একইদিন দুপুরে শেখ কামাল সেতুর উপর অবৈধ পার্কিং করার অভিযোগে একাধিক পরিবহন মালিককে সড়ক পরিবহন আইনে পাঁচ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে বলে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট জানান।