কলাপাড়ায় ৪ জুয়ারি আটক

পটুয়াখালীর কলাপাড়ায় পুলিশ অভিযান চালিয়ে নগদ টাকা, ইয়াবা ও জুয়া খেলার সরঞ্জামসহ চার জুয়ারীকে আটক করেছে। আটককৃতরা হলেন আবুল কলাম, আবুল বাসার, জাকির হোসেন, নূর হোসেন।
শুক্রবার গভীর রাতে গোপন সংবাদের ভিক্তিতে উপজেলার মহিপুর ওয়াপদা কলোনীর একটি পরিত্যাক্ত ভবন থেকে তাদেরকে আটক করা হয়। এসময় ৬৫ হাজার ৭’শ ৫৪ টাকা, সাতটি মোবাইল ফোনসহ জুয়া খেলার সরঞ্জাম ও ১০ পিচ উদ্ধার করা হয়।
আটককৃত ওইসব জুয়ারিদের শনিবার সকালে আদলতে সোপর্দ করা হয়েছে। এদের সবার বাড়ি মহিপুর সদর ইউনিয়নের বিভিন্ন গ্রামে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
মহিপুর থানার ওসি মো.সোহেল আহম্মেদ জানান, এ ব্যাপারে পৃথক দু’টি মামলা হয়েছে। আটককৃত ওইসব জুয়ারিদের আদালতে প্রেরণ করা হয়েছে।