কাবুল বিমানবন্দরে বোমা হামলায় নিহত অন্তত ১১ জন

তালেবানের এক কর্মকর্তা জানিয়েছেন, কাবুল বিমানবন্দরে হামলায় কমপক্ষে ১১ জন নিহত হয়েছেন। ওই কর্মকর্তা বলেন, সংখ্যায় নারী ও শিশু রয়েছে এবং বেশ কয়েকজন তালেবান রক্ষীও আহত হয়েছেন।
আফগানিস্তানের টোলো নিউজ জানিয়েছে যে, কাবুল বিমানবন্দরের একটি গেটে বিস্ফোরণে আহত বেশ কয়েকজনকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
বৃহস্পতিবার এ বিস্ফোরণ ঘটে। তবে কারা এই হামলা চালিয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি।
সূত্র : বিবিসি