কাল উত্তরণের জ্যৈষ্ঠ উৎসব ও বর্ষাবরণ

সরকারি ব্রজমোহন কলেজের সাংস্কৃতিক সংগঠন উত্তরণের বাৎসরিক উৎসব জ্যৈষ্ঠ উৎসব ও বর্ষবরণের আয়োজন করেছে।
শুক্রবার (১০ জুন) সকাল সকাল সাড়ে ১০ টায় সরকারি ব্রজমোহন কলেজ প্রাঙ্গণে উত্তরণ নিজ কার্যালয় এই উৎসব অনুষ্ঠিত হবে।
সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।
জ্যৈষ্ঠ উৎসব ও বর্ষবরণ অনুষ্ঠানে বরিশালের সাংস্কৃতিক ও সুধীজন সহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শিল্পী ও কর্মীরা উপস্থিত থাকবেন।
এছাড়া অনুষ্ঠানে আলোচনা সভা, গান, নাচ, আবৃত্তি সহ জ্যৈষ্ঠের বিভিন্ন ফল দিয়ে অতিথিদের আপায়ন করা হবে।