কাল ঢাকা আসছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল

কাল ঢাকা আসছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল

ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল তিন ওয়ানডে ও দুই টেস্ট খেলতে বাংলাদেশ সফরে আসছে আগামীকাল রবিবার। এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইটে কাল সকাল ১০টা ২৫ মিনিটে ঢাকায় পৌঁছাবে ক্যারিবীয় দল। গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) লজিস্টিকস বিভাগ।

জানা গেছে, করোনার মধ্যে উইন্ডিজদের এটি তৃতীয় সিরিজ। এর আগে তারা ইংল্যান্ড, নিউজিল্যান্ড সফর করেছে। তবে এবারের সফরে করোনার ঝুঁকি, ব্যক্তিগত কারণ দেখিয়ে ওয়েস্ট ইন্ডিজের শীর্ষ ১২ ক্রিকেটার বাংলাদেশ সফর থেকে সরে দাঁড়িয়েছেন। হোল্ডার-পোলার্ডরা না থাকায় তুলনামূলক অনভিজ্ঞ, খর্ব শক্তির দল নিয়ে আসছে উইন্ডিজরা। 

এদিকে, করোনা পরীক্ষার প্রথম দফায় বাংলাদেশের সব ক্রিকেটারই নেগেটিভ রিপোর্ট পেয়েছিলেন। দুই দফায় নেগেটিভ রিপোর্ট পাওয়া ক্রিকেটারদের নিয়ে আগামীকাল রবিবার শুরু হবে দলগত অনুশীলন। সূচি অনুযায়ী সকাল ১০টায় মিরপুর স্টেডিয়ামে শুরু হবে সিরিজের প্রস্তুতি।