কা‌দের‌কে দেখ‌তে হাসপাতা‌লে রাষ্ট্রপ‌তি

কা‌দের‌কে দেখ‌তে হাসপাতা‌লে রাষ্ট্রপ‌তি

হঠাৎ শ্বাসকষ্ট নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি হওয়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদেরকে দেখতে হাসপাতালে গিয়েছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ।

ওবায়দুল কাদেরের ব্যক্তিগত সহকারি আব্দুল মতিন জানান, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সুস্থ আছেন। রাত সাড়ে আটার দিকে তাকে দেখতে হাসপাতালের কেবিনে আসেন মহামান্য রাষ্ট্রপতি।

তিনি জানান, মহামান্য রাষ্ট্রপতি স্যারের শারীরিক অবস্থার খোঁজ খবর নেন।

প্রসঙ্গত, শুক্রবার (৩১ জানুয়ারি) সকালে হঠাৎ শ্বাসকষ্ট দেখা দিলে ওবায়দুল কাদেরকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়।

গত বছরের ২ মার্চ সকালে শ্বাসকষ্ট নিয়েই বঙ্গবন্ধু মেডিকেলে গিয়েছিলেন ওবায়দুল কাদের। সেখানে এনজিওগ্রামে তার হৃদপিণ্ডের রক্তনালীতে তিনটি ব্লক ধরা পড়ে। এর মধ্যে একটি ব্লক অপসারণ করেন চিকিৎসকরা।

অবস্থা কিছুটা স্থিতিশীল হলে ৪ মার্চ এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরে নেয়া হয়, ভর্তি করা হয় মাউন্ট এলিজাবেথ হাসপাতালে।

কয়েক দিন চিকিৎসার পর ২০ মার্চ কার্ডিও থোরাসিক সার্জন ডা. শিভাথাসান কুমারস্বামীর নেতৃত্বে কাদেরের বাইপাস সার্জারি হয়। চিকিৎসার জন্য তখন আড়াই মাস তাকে সিঙ্গাপুরে থাকতে হয়।