কিশোরীকে গর্ভপাতের অভিযোগে ধর্ষকের মা গ্রেফতার

কিশোরীকে গর্ভপাতের অভিযোগে ধর্ষকের মা গ্রেফতার
বরিশালের গৌরনদী উপজেলার পশ্চিম শাওড়া গ্রামে এক কিশোরীকে (১৫) বিয়ের প্রলোভন দিয়ে ধর্ষণ করে প্রতিবেশী মোঃ সাব্বির হোসেন ফকির (১৯)। ধর্ষণের পর ওই কিশোরী অন্তসত্বা হয়ে পরে। পরবর্তীতে ধর্ষক সাব্বিরের মা সরুফা বেগম ওই কিশোরীকে গৌরনদীর গয়নাঘাটা একটি ক্লিনিকে নিয়ে অবৈধভাবে গর্ভপাত ঘটায়। এ ঘটনায় কিশোরী পিতা বাদী হয়ে গৌরনদী মডেল থানায় বুধবার রাতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে ৩ জনকে আসামি করে মামলা দায়ের করেন। বৃহস্পতিবার সকালে থানা পুলিশ অভিযুক্ত সাব্বির ফকিরের মা সরুফা বেগমকে গ্রেফতার করে। মামলার এজাহার সুত্রে প্রকাশ, গত ২ জানুয়ারি কিশোরীকে একাএকি ঘরে পেয়ে পশ্চিম শাওড়া গ্রামের মোঃ মনির ফকিরের পুত্র মোঃ সাব্বির হোসেন ফকির (১৯) ধর্ষণ করে। পরবর্তীতে কিশোরী অন্তসত্বা হয়ে পরে। বিষয়টি কিশোরীর পরিবারবর্গ জানতে পেরে সাব্বিরের পরিবারবর্গকে জানায়। একপর্যায়ে গত ২৩ জুন কিশোরীকে গৌরনদীর গয়নাঘাটায় একটি বেসরকারি ক্লিনিকে নিয়ে অবৈধভাবে গর্ভপাত ঘটায়।