কিশোরীকে ধর্ষণ, গ্রেপ্তার ইউপি সদস্য

জয়পুরহাটে কিশোরীকে ধর্ষণের অভিযোগে দোগাছী ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুল কুদ্দুসকে (৫৩) কিশোরীকে ধর্ষণ, ইউপি সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব।
বুধবার রাতে ওই কিশোরীকে উদ্ধারসহ সদর উপজেলার চকশ্যাম এলাকার নিজ বাড়ি থেকে ইউপি সদস্যকে গ্রেপ্তার বিষয়টি নিশ্চিত করেন ক্যাম্প কমান্ডার।
জয়পুরহাট র্যাব-৫ ক্যাম্পের কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার এমএম মোহাইমেনুর রশিদ জানান, মাসখানেক আগে ওই কিশোরীকে সৌদি আরবে নিয়ে গিয়ে ভালো বেতনের চাকরির কথা বলেন দোগাছী ইউনিয়ন পরিষদের সদস্য ও আদম বেপারী আব্দুল কুদ্দুস।
ওই কিশোরী পাসপোর্ট করার জন্য বুধবার বিকেলে খঞ্জনপুর এলাকায় আব্দুল কুদ্দুসের সঙ্গে দেখা করলে তিনি কৌশলে একটি বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণ করেন ও ওই বাড়িতেই আটকে রাখেন।
পরে সন্ধ্যায় কিশোরী বাড়িতে না ফিরলে তার ভাই র্যাব ক্যাম্পে অভিযোগ করেন। পরে খঞ্জনপুর এলাকার একটি বাড়ি থেকে ধর্ষিতা কিশোরীকে গুরুতর অবস্থায় উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করা হয়। এ সময় চকশ্যাম এলাকার নিজ বাড়ি থেকে কুদ্দুসকে গ্রেপ্তার করা হয়।
এ ব্যাপারে রাতেই কিশোরীর মা বাদী হয়ে জয়পুরহাট সদর থানায় মামলা দায়ের করেছেন।
ভোরের আলো/ভিঅ/০৫/২০২০