কীর্তনখোলা এবং পায়রা নদীতে মৎসপোনা অবমুক্ত করলেন রেঞ্জ ডিআইজি মহোদয়

আজ ২১ আগস্ট, সকাল ১০.০০ টায় বরিশাল জেলা পুলিশের আয়োজনে বরিশালের কীর্তনখোলা নদীতে এবং পটুয়াখালী জেলা পুলিশের আয়োজনে পটুয়াখালীর পায়রা নদীতে বিভিন্ন প্রকার দেশীয় প্রজাতির মাছের পোনা উন্মুক্ত নদীতে অবমুক্ত করেন বরিশালের রেঞ্জ ডিআইজি জনাব মোঃ শফিকুল ইসলাম বিপিএম (বার), পিপিএম মহোদয়।
এ সময় উপস্থিত স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং জনসাধারণকে উদ্দেশ্য করে ডিআইজি মহোদয় বলেন, প্রাকৃতিক ও জলজ পরিবেশের ভারসাম্য রক্ষা আর ভবিষ্যত প্রজন্মসহ জনসাধারণের বৃহৎ স্বার্থে এ ধরনের প্রয়াস যে কেউ স্বেচ্ছায় গ্রহণ করতে পারেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন বরিশাল জেলার পুলিশ সুপার জনাব মোঃ সাইফুল ইসলাম বিপিএম (বার) মহোদয় এবং বরিশাল জেলা কমিউনিটি পুলিশিং এর সদস্যবৃন্দ।
অন্যদিকে পটুয়াখালীর লেবুখালী ফেরীঘাটস্থ পায়রা নদীতে মাছের পোনা অবমুক্ত করার সময় উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ মইনুল হাসান পিপিএম মহোদয় এবং পটুয়াখালী জেলা মৎস কর্মকর্তা, পটুয়াখালী ও দুমকী উপজেলা মৎস কর্মকর্তাগণ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।