কীর্তনখোলা নদীতে বন্ধুর জন্মদিন পালন করতে গিয়ে নদীতে পড়ে তরুন নিখোঁজ

ট্রলার ভাড়া করে বরিশালের কীর্তনখোলা নদীতে বন্ধুর জন্মদিন পালনের সময় উল্লাস করতে গিয়ে নদীতে পড়ে দ্বীপ ঘোষ (১৬) নামে এক তরুন নিখোঁজ হয়েছে। গতকাল সোমবার রাত ৮টার দিকে নগরীর মুক্তিযোদ্ধা পার্ক সংলগ্ন কীর্তনখোলা নদীতে এই দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধার কর্র্মীরা নদীতে তল্লাশী চালালেও তীব্র ¯্রােতের কারনে রাত সাড়ে ৯টার দিকে অভিযান স্থগিত করেন।
নিখোঁজ দ্বীপ নগরীর আমানতগঞ্জ এলাকার মিন্টু ঘোষের ছেলে। সে এ বছর প্রকাশিত এসএসসি পরীক্ষার ফলাফলে এক বিষয়ে ফেল করে আবারও পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিলো। তার বন্ধু রিয়াদের জন্মদিন পালনের লক্ষ্যে তারা একটি ট্রলার ভাড়া করে কীর্তনখোলা নদীতে কেক কেটে আনন্দ উল্লাস করছিলেন।
দ্বীপের বন্ধু মো. রিয়াদ জানান, বন্ধুরা তার (রিয়াদ) জন্মদিন পালনের উদ্যোগ নেয়। এ লক্ষ্যে তারা একটি ট্রলার ভাড়া করে রাতে নগরীর মুক্তিযোদ্ধা পার্ক সংলগ্ন কীর্তনখোলা নদীতে বেড়াচ্ছিলেন। রাত ৮টার দিকে কেক কাটেন তারা। এ সময় সকল বন্ধুরা উল্লাসে মেতে ওঠেন। এক পর্যায়ে দ্বীপ নদীতে পড়ে যায়। সে সাঁতার জানতো না। তাৎক্ষনিক তাদের মধ্যে দুইজন বন্ধু নদীতে লাফিয়ে পড়েও দ্বীপকে রক্ষা করতে পারেননি। দির্ঘক্ষন খোঁজখুঁজির পরও দ্বীপের কোন সন্ধান না পেয়ে তারা ফায়ার সার্ভিসে খবর দেন।
বরিশাল ফায়ার সার্ভিসের সহকারি পরিচালক ফারুক হোসেন সিকদার বলেন, ট্রলার থেকে এক তরুনের নদীতে পড়ে যাওয়ার খবর পেয়ে তাদের একটি ইউনিট কীর্তনখোলা নদীর মুক্তিযোদ্ধা পার্ক সংলগ্ন এলাকায় তল্লাশী শুরু করে। কিন্তু ঘটনাস্থানে নদীর গভীরতা বেশী এবং স্রোতের তীব্র চাপ থাকায় উদ্ধার অভিযান এগিয়ে নেয়া সম্ভব হয়নি। এ কারনে রাত সাড়ে ৯টার দিকে অভিযান স্থগিত করা হয়। আগামীকাল (আজ) মঙ্গলবার সকালে আবারও উদ্ধার অভিযান শুরু করার কথা বলেন তিনি।