কুষ্টিয়ায় ২৪ ঘণ্টায় করোনায় ৯ মৃত্যু

কুষ্টিয়া জেনারেল হাসপাতালে গত একদিনে করোনায় আক্রান্ত হয়ে ৮ জন এবং উপসর্গে ১ জনসহ মোট ৯ জন মারা গেছেন। শনিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেনকুষ্টিয়া জেনারেল হাসপাতালের পরিসংখ্যান কর্মকর্তা মো. মেজবাউল আলম।
তিনি বলেন, হাসপাতালে করোনা আক্রান্ত এবং উপসর্গ নিয়ে রোগী ভর্তির চাপ অব্যাহত আছে। শনিবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত ২২৭ রোগী হাসপাতালে চিকিৎসাধীন। এর মধ্যে করোনা আক্রান্ত রোগীর সংখ্যাই ১৮৫ জন। আর উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন আরও ৪২ জন।
কুষ্টিয়া পিসিআর ল্যাবে গত একদিনে ২১৯টি নমুনা পরীক্ষার বিপরীতে নতুন করে ৭৫ জনের করোনা শনাক্ত হন। শনাক্তের হার ৩৪ দশমিক ২৪ ভাগ।
জেলায় এ পর্যন্ত মোট করোনায় আক্রান্তের সংখ্যা ১৫ হাজার ৬৯৪ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ১১ হাজার ৯৭৯ জন। এ পর্যন্ত করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে মারা গেছেন ৬০৮ জন। নতুন করে শনাক্ত হওয়া ৭৫ জনের সবাই কুষ্টিয়া সদর উপজেলার। বাকি ৫টি উপজেলায় কেউ শনাক্ত হয়নি।