কুষ্টিয়ায় ২৪ ঘণ্টায় মৃত্যু ৫, নতুন শনাক্ত ৪২

কুষ্টিয়ায় গত একদিনে করোনায় আক্রান্ত হয়ে ৪ জন এবং উপসর্গ নিয়ে ১ জনসহ মোট ৫ জন মারা গেছেন। বুধবার সাকালে বিষয়টি নিশ্চিত করেছেন কুষ্টিয়া জেনারেল হাসপাতালের পরিসংখ্যান কর্মকর্তা মো. মেজবাউল আলম।
তিনি জানান, সময় ২৭০টি নমুনা পরীক্ষায় ৪২ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১৫ দশমিক ৫৬ ভাগ। এ নিয়ে জেলায় করোনায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৭ হাজার ৩৯৮ জন। আর এ পর্যন্ত করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে মারা গেছেন ৭০৯ জন।