কুয়াকাটা সৈকতে আবারও ভেসে এসেছে জেলিফিশ

কুয়াকাটা সৈকতে আবারও ভেসে এসেছে জেলিফিশ

পর্যটন কেন্দ্র কুয়াকাটার সৈকতে আবারও ভেসে এসেছে জেলিফিশ। শুক্রবার সন্ধ্যায় সৈকতের জিরো পয়েন্টের পশ্চিম পাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা অসংখ্যা জেলিফিশ দেখতে পায় স্থানীয়রা। 

সমুদ্রের জোয়ারের পানির সাথে এসব জেলিফিশ ভেসে আসলেও ভাটায় সৈকতের বালুতে আটকা পড়ে মারা যায়। তবে ঠিক কি কারণে এসব জেলিফিশ ভেসে এসেছে তা নিশ্চিত করতে পারেনি কেউ।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, দুই প্রজাতির মধ্যে একটি আওরেলিয়া আওরেটা প্রজাতির ও অপরটি ব্যারেল প্রজাতির জেলিফিশ মনে হচ্ছে।জেলিফিশে মৃত্যুর রহস্য উদঘাটনে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটে জানানো হয়েছে বলে সাংবাদিকদের জানিয়েছেন তিনি।

এর আগে গত মঙ্গলবার সন্ধ্যায় চর বিজয়, সৈকতের ঝাউবন এবং লেম্বুর চর এলাকায় বেশ কিছু মৃত জেলিফিশ দেখতে পায় স্থানীয়রা। 


পিআর/বিপি