কুয়াকাটায় রাত ১১টার পরে ভাড়ায় মোটরসাইকেল নিষিদ্ধ

পর্যটন কেন্দ্র কুয়াকাটা সড়কে রাত ১১টার পরে ভাড়ায় চালিত মোটরসাইকেল চলানোর উপর নিশেধাজ্ঞা জারি করেছে পুলিশ।
মঙ্গলবার সকাল ১০টায় মহিপুর থানা চত্বরে ভাড়ায় চালিত মোটরসাইকেল চালকদের সাথে এক মতবিনিময় সভায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়। তবে কুয়াকাটায় আগত পর্যটকরা এ নিশেধাজ্ঞার আওতাভুক্ত হবেন না।
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল আহম্মেদ’র সভাপতিত্বে পর্যটকদের সেবার মানোন্নয়নের লক্ষ্যে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন কুয়াকাটা জোনের ট্যুরিস্ট পুলিশের উপ-পরিদর্শক মো. হেলাল, মহিপুর থানার ওসি (তদন্ত) মো. মাহবুব আলম, কুয়াকাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী সাঈদ, মহিপুর মোটরসাইকেল স্ট্যান্ড সভাপতি তানিম আকন প্রমুখ। সভায় আগত পর্যটকদের সাথে মোটরসাইকেল চালকদের আচরণবিধি, ভাড়া নির্ধারণ, পর্যটকদের সেবার মান উন্নয়ন করাসহ পর্যটকদের আকৃষ্ট করতে দিক নির্দেশনা মূলক পরামর্শ দেয়া হয়।