কুয়াকাটায় সামুদ্রিক জাদুঘর উদ্বোধন

কুয়াকাটায় সামুদ্রিক জাদুঘর উদ্বোধন

 

পর্যটন কেন্দ্র কুয়াকাটায় নির্মিত হয়েছে সামুদ্রিক জাদুঘর। দর্শনার্থীদের জন্য জাদুঘরটি বৃহস্পতিবার দুপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনিবুর রহমান। 
জাদুঘরে থাকছে সমুদ্র ও সমুদ্র উপক‚লীয় ইতিহাস, ঐতিহ্য সম্বলিত ফটোগ্যালারি, সমুদ্রভিত্তিক নানা উপকরণ। রয়েছে মেরিন একাডেমিক তথ্য, ফিশ মিউজিয়ামসহ লাইফ একুরিয়াম।

ব্যক্তি উদ্যোগে ৩০ শতাংশ জমিতে নবীনপুর এলাকায় জাদুঘরটি নির্মাণ করেন স্থানীয় ট্যুরিজম ব্যবসায়ী রুমান ইমতিয়াজ তুষার। সকাল ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত শুভেচ্ছা মূল্যে এ জাদুঘরে সব শ্রেণির দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। 

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুয়াকাটা পৌর মেয়র আব্দুল বারেক মোল্লা, সাংবাদিক রফিকুল ইসলাম মন্টু, কলাপাড়া প্রেস ক্লাবের সাবেক সভাপতি মেজাবাহ উদ্দিন মাননু, সাগর কন্যা অনলাইন নিউজ পোটালের সম্পাদক নাসির উদ্দিন বিপ্লব, সাংবাদিক অনোয়ার হোসেন আনু প্রমুখ। 

জাদুঘরের ব্যবস্থাপনা পরিচালক রুমান ইমতিয়াজ তুষার জানান, জাদুঘরটি সবার জন্য উন্মুক্ত থাকবে। এ জাদুঘরে থেকে পর্যটকরা জানতে পারবেন কুয়াকাটার ইতিহাস, ঐতিহ্যসহ সাগরকেন্দ্রীক মানুষের জীবনাচারণ।  উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিবুর রহমান বলেন, পর্যটন শিল্পের বিকাশে সামুদ্রিক জাদুঘরটি নতুন মাত্রা যোগ করেছে।