কুয়েতের উদ্দেশে পররাষ্ট্রমন্ত্রী-সচিব

কুয়েতের উদ্দেশে পররাষ্ট্রমন্ত্রী-সচিব

প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ বার্তা নিয়ে কুয়েতের উদ্দেশে রওয়ানা দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড.  এ কে আব্দুল মোমেন ও পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।  
রোববার (৪ অক্টোবর) তারা কুয়েতের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন।


পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, রোববার সকাল ১১টায় কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ও পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন কুয়েতের উদ্দেশে রওয়ানা দিয়েছেন। কুয়েতের নতুন আমির শেখ নাওয়াফ আল আহমাদ আল সাবাহর দায়িত্বগ্রহণ উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দেবেন পররাষ্ট্রমন্ত্রী ও সচিব। তারা নতুন আমিরের সঙ্গে সাক্ষাৎ শেষে প্রধানমন্ত্রীর বার্তা পৌঁছে দেবেন। পররাষ্ট্রমন্ত্রী ও সচিবের আগামী ৬ অক্টোবর ঢাকায় ফেরার কথা রয়েছে।

কুয়েতের আমির শেখ সাবাহ আল আহমাদ আল সাবাহ গত ২৯ সেপ্টেম্বর মৃত্যুবরণ করেন। কুয়েতের নতুন আমির শেখ নাওয়াফ আল আহমাদ আল সাবাহ তার ভাই।


ভোরের আলো/ভিঅ/০৪/২০২০