কৃষক দলের সভাপতি ও সম্পাদকের মামলা প্রত্যাহারের দাবি

কৃষক দলের সভাপতি ও সম্পাদকের মামলা প্রত্যাহারের দাবি

জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি হাসান জাফির তুহিন ও সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম বাবুলের বিরুদ্ধে দায়েরকৃত মামলা ও গ্রেফতারি পরোয়ানা প্রত্যাহারের দাবিতে বরিশালে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

কৃষক দল জেলা (দক্ষিণ) কমিটির ব্যানারে রবিবার সকাল ১১টায় নগরীর সদর রোডের দলীয় কার্যালয়ের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

সংগঠনের জেলা কমিটির আহবায়ক মোহসিন আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন সদস্য সচিব শফিউল আলম সফরুল, যুগ্ম আহবায়ক মনির হোসেন জমাদ্দার, জাহিদুল ইসলাম আনোয়ারসহ অন্যান্য থানা ও পৌর কৃষক দলের নেতৃবৃন্দ। 

বক্তারা কৃষক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি হাসান জাফির তুহিন ও সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম বাবুলের বিরুদ্ধে দায়েরকৃত মামলা এবং গ্রেফতারি পরোয়ানা প্রত্যাহারের দাবি জানান।