কেন্দ্রের নির্দেশ পেলে সিটি কর্পোরেশন নির্বাচন প্রতিহত করা হবে

কেন্দ্রের নির্দেশ পেলে সিটি কর্পোরেশন নির্বাচন প্রতিহত করা হবে

"আমরা এই সরকারের অধীনে কোন নির্বাচনে যাবো না,কোন নির্বাচন হতে দেবো না। আমাদের দৃষ্টি অন্য দিকে নেয়ার জন্য সরকার ৫ টি সিটিতে নির্বাচন দিয়েছে। আমরা কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে আলোচনা করে নির্দেশনা চেয়েছি। নির্দেশনা পেলে সিটি করপোরেশন নির্বাচন প্রতিহত করা হবে"।  

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনা, বিএনপি'র চেয়ারপার্সন  বেগম খালেদা জিয়া রোগ মুক্তি ও  তারেক রহমানের সুস্থতা কামনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি ও বরিশাল জেলা দক্ষিণ যুবদলের সাধারণ সম্পাদক এ্যাড. এইচ এম তসলিম উদ্দিন ।


বৃহস্পতিবার বিকালে চাঁদপাশা ইউনিয়ন যুবদলের আয়োজনে অনুষ্ঠিত ইফতার ও দোয়া মাহফিলে বাবুগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক রকিবুল হাসান খান রাকিব এর সঞ্চালনায় ও ইউনিয়ন যুবদলের আহ্বায়ক জাকির হোসেন বাচ্চুর সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা দক্ষিণ যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মামুন রেজা খান, বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শামসুল আলম ফকির, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা দক্ষিণ যুবদলের সাংগঠনিক সম্পাদক এডভোকেট হাফিজ আহমেদ বাবলু ,বরিশাল জেলা যুবদল দক্ষিণের সহ-সভাপতি সালাউদ্দিন নাহিদ, সহ-সভাপতি অ্যাডভোকেট শাহজুল ইসলাম, নুরুল আমিন কয়েশ,জাকির হোসেন ফকির,বরিশাল জেলা দক্ষিণ যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক  উলফাত রানা রুবেল, এস এম আশরাফুল ইসলাম মাহফুজ, আসলাম হোসেন বাচ্চু, মাইনুল ইসলাম শিহাব, সদস্য সচিব মোঃ এবায়দুল হক, সিনিয়র যুগ্ন আহবায়ক রফিকুল ইসলাম রাফিল,  বরিশাল জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল ইসলাম সিকদার, যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান হোসেন, প্রিন্স, প্রচার সম্পাদক ওয়াশিম খান ইমন,উপজেলা যুবদলের যুগ্ন আহবায় ক মোঃ রিয়াদ শরীফ, আরিফুর রহমান ইরান, রাজিব হোসেন খান, উপজেলা যুব দলের সদস্য শাহাজুল ইসলাম প্রমুখ।