কোহলিকে ফেরালেন সাইফউদ্দিন

কোহলিকে ফেরালেন সাইফউদ্দিন
ভয়ংকর হয়ে উঠা কোহলিকে ফেরালেন সাইফউদ্দিন , প্রস্তুতি ম্যাচে টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠিয়ে দ্রুত দুই ওপেনারকে ফিরিয়ে বাংলাদেশ সফলতা পেলেও স্বভাবসুলভ গতিতে খেলা যাচ্ছিলেন টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি। অবশেষে ১৯ ওভারের ৪ চতুর্থ বলে দুর্দন্ত এক ইয়র্কারে তাকে সাজঘরে পাঠিয়ে টাইগার শিবিরে স্বস্তি ফেরালেন টাইগার অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। তবে আউট হওয়ার আগে ৪৬ বলে ৪৭ রান করে গেছেন কোহলি। এই প্রতিবেদন লেখার সময় তিন উইকেট হারিয়ে ভারতের সংগ্রহ ২০ ওভারে ৮৮ রান। ব্যাট হাতে ক্রিজে আছেন লোকেশ রাহুল ও শংকর। এর আগে, খেলা হবে কিনা সেটা নিয়ে একটা শঙ্কা তৈরি হয়। কার্ডিফে বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৩টার দিকে ম্যাচটি শুরু হয়। তবে, দুই বল মাঠে গড়ানোর সাথে সাথে বৃষ্টি শুরু হলে খেলা বন্ধ হয়ে যায়। ২০ মিনিট বিরতির পর বিকাল ৪টার দিকে আবারও খেলা শুরু হয়। ইনিংসের তৃতীয় বলে লেগ বিফোরের ফাঁদে ফেলে ভারতীয় আরেক ওপেনার শিখর ধাওয়ানকে সাজঘরে পাঠান কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। ৯ বলে ব্যক্তিগত এক রানেই সাজঘরে ফেরেন তিনি। এরপর ইনিংসের ১৩.৩ ওভারে রোহিত শর্মাকে বোল্ড করে দেন রুবেল হোসেন। আউট হওয়ার আগে ৪২ বলে ভারতীয় ওপেনার ব্যক্তিগত স্কোরবোর্ডে যোগ করেন মাত্র ১৯ রান। বলতে গেলে হাত খোলার আগেই রোহিতকে সাজঘরে পাঠিয়েছেন রুবেল।