ক্রিকেট বিশ্বকাপ ইতিহাসে কলঙ্কিত ৩ ঘটনা

ক্রিকেট বিশ্বকাপ ইতিহাসে কলঙ্কিত ৩ ঘটনা
ইডেন গার্ডেনসে উন্মত্ত ভারতীয় দর্শকদের আক্রমণ থেকে লঙ্কান ক্রিকেটারদের নিরাপত্তা দিয়ে সরিয়ে নেয়া হচ্ছে। ফাইল ছবি আগামীকাল (১৪ জুলাই) দ্বাদশ আইসিসি বিশ্বকাপ আসরের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে ইংল্যান্ডের লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে। প্রথমবারের মতো শিরোপা পাওয়ার লক্ষ্যে মাঠে নামবে দুই প্রতিপক্ষ নিউজিল্যান্ড এবং ইংল্যান্ড। ক্রিকেট বিশ্বকাপ মানেই যেন অন্যরকম এক উন্মাদনা। বিশ্বজুড়ে ভদ্রলোকের খেলা নামেই পরিচিত এই ক্রিকেট। তবে বিগত কয়েক বছরের বিশ্বকাপ আসরে ঘটে গেছে এমন কিছু ঘটনা যা বিতর্কিত করেছে ক্রিকেটকে, কলঙ্কিত হয়ে আছে ইতিহাসের পাতায়। এমন অপ্রীতিকর কিছু ঘটনায় আলোচনায় এসেছেন ক্রিকেট অঙ্গনের বিখ্যাত নানা তারকা। চলুন জেনে নেই বিশ্বকাপ ইতিহাসে ঘটে যাওয়া ৩টি অপ্রীতিকর ঘটনা সম্পর্কে। ইডেন গার্ডেন দাঙ্গা (১৯৯৬ বিশ্বকাপ) ভারতের কলকাতায় ১৯৯৬ সালের বিশ্বকাপের সেমিফাইনাল ম্যাচ চলছিল। ইডেন গার্ডেনসে সেদিন মুখোমুখি হয় দুই এশিয়ান পরাশক্তি শ্রীলঙ্কা ও ভারত। প্রথমে ব্যাট করতে নেমে ভারতের বিপক্ষে ৮ উইকেট হারিয়ে ২৫১ রান করে টিম ইন্ডিয়াকে ২৫২ রানের টার্গেট ছুঁড়ে দেয় শ্রীলঙ্কা। তবে সেদিন আচমকা যেনো তাসের ঘরের মতো ভেঙে পড়ে ভারতের শক্তিশালী ব্যাটিং লাইনআপ। ৩৪ ওভার শেষে ভারতের সংগ্রহ তখন ৮ উইকেটে মাত্র ১২০ রান। তবে বরাবরের মতোই ভারতীয় খ্যাপাটে ভক্তরা তাদের এই হার মেনে নিতে পারছিলো না। তারা খেলা চলাকালীন সময়েই মাঠের ভেতর বোতল ছোঁড়া শুরু করে। পুরো স্টেডিয়ামের নানা জায়গায় ধরিয়ে দেয় আগুন। এমন পরিস্থিতে আম্পায়ার ১৫ মিনিটের জন্যে খেলা বন্ধ রাখার সিদ্ধান্ত দেন। কিন্তু ক্ষুব্ধ ভক্তরা নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। নিয়ন্ত্রণকারীরাও কোনোভাবে সামলিয়ে উঠতে পারছিলেন না। সেকারণে সেদিন খেলা বাতিল করতে বাধ্য হয় ক্রিকেট কমিটি। এবং শ্রীলঙ্কাকে বিজয়ী হিসেবে ঘোষণা দেয়া হয়। পরবর্তীতে রানাতুঙ্গার নেতৃত্বে সেবার চ্যাম্পিয়নই হয় শ্রীলঙ্কা। তবে সে বিশ্বকাপের এ ঘটনাটি আজীবন এক কালো অধ্যায় হিসেবে থেকে আসছে।