খরচ কমাতে উদ্বোধনী অনুষ্ঠান থাকছে না বিপিএলে

খরচ কমাতে উদ্বোধনী অনুষ্ঠান থাকছে না বিপিএলে

দেশের ক্রিকেটে টি-টোয়েন্টির একমাত্র ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট বিপিএল। এ টুর্নামেন্টকে ঘিরে সমালোচনার কমতি নেই। উদ্বোধনী কনসার্ট না থাকলেও স্বল্প পরিসরে নিয়মিত কনসার্ট থাকছে বিপিএলে। এছাড়া সেরা ভক্ত নির্বাচনের ব্যবস্থাও রাখতে যাচ্ছে টুর্নামেন্ট কমিটি।

বিসিবি পরিচালক ও বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক বলেন, ‘উদ্বোধনে জাঁকজমক কিছু থাকছে না। ফাইনালে হয়তো একটা কনসার্ট হতে পারে। কারণ অর্থনৈতিক একটা বিপর্যয় যাচ্ছে সবখানেই।’

তিনি যোগ করেন, ‘বিনোদনের যেন মান না কমে, দুইটা খেলার মাঝে গান, কনসার্ট থাকবে। আমরা সাউন্ড সিস্টেম এবার বেশি আপডেট করেছি। বিনোদন যা থাকার থাকবে, কিন্তু ব্যয়বহুল করতে চাচ্ছি না। মাননীয় প্রধানমন্ত্রীও সব জায়গায় আমাদের একটা নির্দেশনা দিয়েছেন, সবখানে বুঝেশুনে খরচ করার জন্য। সেই রকমভাবেই আমরা করব।’

দুই ম্যাচের বিরতির সময় দেশের সেরা সংগীত ব্যান্ডগুলোর উপস্থিতি রাখার চেষ্টা করবে আয়োজকরা। এই প্রসঙ্গে মল্লিক বলেন, ‘যে বছর আমরা উদ্বোধনী অনুষ্ঠান করি না, দুইটা খেলার মাঝে জনপ্রিয় ব্যান্ডগুলোর কনসার্ট থাকে। ফাইনালের আগে চেষ্টা করব ভালো একটা কনসার্ট উপহার দিতে, খেলা শুরুর দুই ঘণ্টা আগে।’

এছাড়া মাঠে সেরা ভক্ত নির্বাচন প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘আমরা আরও যেটা করছি, ফ্যানদের সাথে এনগেজমেন্ট করা। ফ্যান, সেলেব্রিটি এনে মাঠে যেন বন্ধন তৈরি হয়। সেরা ফ্যান নির্বাচন করা, একটা টিকিট লটারি মাধ্যমে সিলেক্ট করা।’