খাবারের সন্ধানে চবিতে অজগর সাপ

খাবারের সন্ধানে চবিতে অজগর সাপ

১২ ফুট লম্বা ১৮ কেজি ওজনের অজগর সাপ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সোশ্যাল সায়েন্স রিসার্চ সেন্টার থেকে উদ্ধার করা হয়েছে। ২৮ ডিসেম্বর বেলা ২ টার দিকে সাপটি উদ্ধার করা হয়। পরে বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদের পাশে জঙ্গলে সাপটি ছেড়ে দেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করো বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের বন্যপ্রাণী শাখার মাস্টার্সের শিক্ষার্থী এবং ভেনম রিসার্চ সেন্টারের শিক্ষানবিশ গবেষক রফিকুল ইসলাম বলেন, সহকারী প্রক্টর ড.আব্দুল ওয়াহেদ চৌধুরী স্যার মাধ্যমে খবর পেয়ে আমরা সাপটি উদ্ধার করি। এটি বার্মিজ পাইথন প্রজাতির সাপ। সাপটি রোদ পোহাতে কিংবা খাবারের সন্ধানে লোকালয়ে চলে আসতে পারে বলে ধারণা করছি।

উল্লেখ্য, গত দুইমাস ধরে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আবাসিক হল,রাস্তা,শিক্ষকদের আবাসিক ভবন ও শ্রেণিকক্ষে সাপের দেখা মিলছে।বিশেষজ্ঞরা বলছেন , চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে সাপের অভয়ারণ্যও বলা যেতে পারে।তবে করোনা মহামারীর কারণে দীর্ঘদিন বিশ্ববিদ্যালয়ের হল,আবাসিক ভবন বন্ধ থাকার কারণে এরুপ ঘটনা ঘটেছে