খুলনায় পরিবার পরিকল্পনায় অ্যাডভোকেসি বিষয়ক প্রশিক্ষক প্রশিক্ষণ শুরু

খুলনায় পরিবার পরিকল্পনায় অ্যাডভোকেসি বিষয়ক প্রশিক্ষক  প্রশিক্ষণ শুরু

পরিবার পরিকল্পনা সেবার মানোন্নয়নে স্মার্ট অ্যাডভোকেসি অ্যাপ্রোচ বিষয়ক প্রশিক্ষক প্রশিক্ষণ শুরু হয়েছে। বরিশাল, পিরোজপুর ও বাগেরহাট জেলার জেলা ওয়ার্কিং গ্রুপের সদস্যদের নিয়ে ওই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে সুশিলন।

বৃহষ্পতিবার (৪ ফেব্রুয়ারি) সকালে খুলনার আভা সেন্টারে অনুষ্ঠিত তিন দিনের ওই কর্মশালায় সহযোগিতা দিয়েছে মেরী স্টেপ বাংলাদেশ।

এএফপি, র্স্মাট অ্যাডভোকেসি অ্যাপ্রোচ বিষয়ক প্রশিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী পর্বে প্রধান আতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খুলনা বিভাগের বিভাগীয় পরিবার পকিল্পনা পরিচালক মো: হাবিবুল হক খান। বিশেষ আতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পিরোজপুর জেলা পরিবার পরিকল্পনা উপ-পরিচালক রামকৃষ্ণ দাস এবং বাগেরহাট জেলা পরিবার পরিকল্পনা উপ-পরিচালক শেখ মোহাম্মদ আদম। উপস্থিত ছিলেন, মেরী স্টোপস বাংলাদেশের লীড, অ্যাডভোকেসি এন্ড কমিউনিকেশন মনজুন নাহার এবং সুশীলনের নির্বাহী প্রধান মোস্তাফা নুরুজ্জামান।

প্রথম দিনের প্রশিক্ষণ কর্মশালা পরিচালনা করেন মেরী স্টোপস বাংলাদেশ এর এডভোকেসি এন্ড কমিউনিকেশন অফিসার তনুশ্রি মানজি।

প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী পর্বে খুলনার বিভাগীয় পরিবার পরিকল্পনা পরিচালক মো: হাবিবুল হক খান স্থানীয় সরকার, মেরী স্টোপস বাংলাদেশ, সুশীলন ও আন্যান্য বেসরকারি প্রতিষ্ঠানকে সঙ্গে নিয়ে পরিবার পরিকল্পনা সেবার মানোন্নয়নে সার্বিক সহযোগিতা করার অঙ্গীকার করেন। এসময় তিনি মেরী স্টোপস বাংলাদেশ, সুশীলন ও জেলা ওর্য়াকিং গ্রুপ ও স্থানীয় সরকারের সঙ্গে পরিবার পরিকল্পনা সেবা উন্নয়নের লক্ষে কাজ করারও আশ^াস দেন। পরিবার পরিকল্পনা সেবায় মেরী স্টোপস বাংলাদেশ, সুশীলন ও জেলা ওর্য়াকিং গ্রুপের সকল কাজ ও ভাল উদাহরণগুলো আন্যান্য ইউনিয়েনে যাতে বাস্তবায়িত হয় সে লক্ষ্যে এক সঙ্গে কাজ করারও অঙ্গীকার করেন।

সুশীলনের প্রধান নির্বাহী মোস্তাফা নুরুজ্জামান স¦াগত বক্তব্যে বলেন, পরিবার পরিকল্পনা অধিদপ্তর এবং জেলা ওয়াকির্ং কমিটির সহযোগিতার ফলে এ্যডভোকেসির মাধ্যমে স্থানীয় সরকারকে উদ্বুদ্ধ করে। পরিবার পরিকল্পনা খাতে গুণগত মান পরিবর্তন সাধিত হয়েছে। তিনি মেরী স্টোপস বাংলাদেশ ও জেলা ওয়াকির্ং কমিটিকে ধন্যবাদ জ্ঞাপন করেন।


মেরী স্টোপস বাংলাদেশের লীড, এ্যডভোকেসি এন্ড কমিউনিকেশন মনজুন নাহার উপস্থিত সবাই কে শুভেচছা জানিয়ে এএফপি প্রকল্পের কার্যক্রম বিভিন্ন চিত্রেরের মাধ্যমে তুলে ধরেন। তিনি বলেন, অ্যাভোকেসির মাধ্যমে বাগেরহাট, পিরোজপুর, বরিশাল জেলায় পারিবার পরিকল্পনা সেবার মান উন্নয়ন বৃদ্ধির লক্ষে স্থানীয় সরকার থেকে ৪ কোটি টাকার বাজেট বরাদ্দ করতে সক্ষম হয়েছে। এই বরাদ্দকৃত আর্থ তিনটি জেলার ২৭ টি উপজেলার ২১২টি ইউনিয়নে পরিবার পরিকল্পনা সেবার মান উন্নয়নে বাস্তবায়িত হচ্ছে। পরিবার পরিকল্পনা সেবা উন্নয়নের ধারাবাহিকতায় খুলনা জেলার কিছু উপজেলায় এই কার্যক্রম গ্রহণ করেছে যা দেখে বিভিন্ন ইউনিয়ন পরিষদ উদ্বুদ্ধ হয়ে বাজেট বরাদ্দসহ নানামুখি উন্নয়ন মূলক কার্যক্রম গ্রহণ করছেন। বিষয়টি এই অঞ্চলে দৃষ্টাস্ত স্থাপন করেছে।

পিরোজপুর ও বাগেরহাট জেলার পরিবার পরিকল্পনা কর্মকর্তারা সেবার মান আরো উন্নয়নের লক্ষে নিজ নিজ জেলায় স্থানীয় সরকার, গণ মাধ্যম, বেসরকারি সংস্থা সমূহের সঙ্গে আরো কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।