খুলনায় সাবেক ইউপি চেয়ারম্যান অস্ত্রসহ আটক ১

বন্দুকযুদ্ধে নিহত খুলনার রূপসা নৈহাটি ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান মোস্তফা কামাল ওরফে মিনা কামালের ভাই মাসুম বিল্লাহ (৪৫) বিদেশি পিস্তল ও দুই রাউন্ড তাজা গুলিসহ আটক হয়েছে। তিনি রূপসা উপজেলা শ্রমিক দলের সাবেক সভাপতি।
আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে সোমবার দুপুরে তাকে রূপসা থানায় হস্তান্তর করেছে র্যাব। এর আগে রবিবার গভীর রাতে রূপসা উপজেলার বাগমারা এলাকার নিজ বাড়ী থেকে তাকে আটক করা হয়।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তার বাড়ীতে অভিযান চালিয়ে বিদেশী পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। আটককৃত মাসুমের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।